- বিজ্ঞপ্তি বলছি শোন,
- হারিয়ে গেছ মূল কপিটা জীবনের,
- কার্বন কপি নিয়ে ঘুড়ি সবখানে।
- বৃষ্টি জলে ধুয়ে গেল সেই কপি,
- এখন বলো কি দিয়ে তারে খুঁজি?
- আদো আদো দেখতে কি পাও কাগজটায়?
- জীবনের নামখানি কি একটু করেও দেখা যায়?
- ছুতো দিয়ে আর কতদিন মুছে যাওয়া কার্বনে
- পুলিশ থানায় ডায়রি করো, সেই নামে।
- আহ কি জ্বালা,
- থানার লোকে কার্বন কপি বুজবে কি!
- বৃষ্টি জলে আগেই তো সব ধুয়েছি।
- মূল কপিটা কই হারালো খোঁজ কর,
- হারানো কিছু ফিরে পাবার জপ পড়।
- একটু দূরে কিসের একটা কাগজ না!
- ঝালমুড়ির ঐ দোকানটাতে খোঁজ না!
- পুরোনো বইয়ের দোকানে কি পাওয়া যায়?
- ইচ্ছে মত আরেকটা নাহয় বানিয়ে নাও!
- নেই ক্ষতি, কেটেও গেল বিপত্তি।
- এখন জীবন নিজেই নিজেরে চিনে না।
- কার্বন কপি নষ্ট হলো, মূল কপিও পেলো না।
- জীবন এখন বদলে যাবে বাহানায়,
- মূল কপিহীন, কার্বন কপি মুছে যাবার শান্তনায়।
- আগা গোড়া মিলবে কি আর নকল করা কপিতে?
- এর থেকে ঢের ভালো হয়
- জীবনটাতে আগুন ঢেলে,
- চিতার মত জ্বালিয়ে দে।