- হঠাৎ চৈতন্য হয়
বেলা গড়ায়, সন্ধ্যা নামে
আলো কাটে, আধার নামে
- আকাশ কালোমেঘে
অভিরাম কান্নায় মুর্ছা যায়
বজ্রপাত হয় মুর্ছা কাটে
আনন্দিত হয়ে বিজলি ফাটে
- তোমার বেলায়
সকাল হয়, সূর্য উঠে
নব বাগান, রঙ্গিন ফুল
স্নিগ্ধ পবন, মৌমাছিও আসে
কুহেলিকা গান গায়
মৃত্তিকা নৃত্য করে তোমার পায়
ক্ষাণিকবাদে জল ছুয়ে দেয় তোমার মুখ
সব ভুলে যেতে পারো, এত সুখ।
-আমি ক্রদন রোহিত করিয়া
চলি ধীর পায়
মৃত্তিকা গালাগাল দেয়
বলে; পা রাখিস না গায়
বাগান নেই, আছে শুকনো ফুল
জলও আমায় অভিশাপ দেয়
বলে; ছুলে নাকি তার যাবে সকুল
-নিরব হই
দর্পণ পানে চাই
ভেংচি কাটে নিজ বিম্ব মোরে
বলে; ছুচো কোথাকার
তর এই বিদঘুটে অভয়ব রাখ আরাল করে
-আমি আড়ালে রই
নির্জীব হই
নিজেকে আপন বিসর্জন করে
অপারগ হয়েই জ্যান্ত রই