নিদারুন স্বপ্নটান,
অভমানের সুর।
নরক হলো জীবন যেন,
মৃত্যু কত দূর।
তারার সাথে সন্ধ হলে,
মাটির সাথে বাস।
ভীষন ভালোবেসে তারে,
হয়ে গেলাম লাশ।
ছায়া খুজি ঐ মানবীর
ধুসর কালো চুল।
নিরব স্রোতে ভেসে ভেসে
হারালাম সব কূল।
এ আকাশে অনেক মেঘ আর
হৃদয়ে মোর খড়া।
ছাড়তে তাহার বুক কাপেনি!
ভেঙ্গে প্রেমের জোড়া।
ফুটন্ত ফুল যাবে ঝড়ে,
জানতাম যদি কভু।
ভালবাসাই বাড়িয়ে দিতাম
পেতাম যদি তবুও।
ছায়ার হরিণ, মায়ার নারী
ঘটল মিছে খেলা।
তারে ভালবেসে আমার
ডুবল সাধের বেলা।
স্বপ্ন ভূলে নাওনা আবার
তোমার প্রেমের দাবী,
আমায় তোমার মনের কোনে
রাখো হে মানবী।