নারী সে তো রহস্যময় কুয়াশায় ঘেরা
বুঝতে চাইলেও সহসা দেয়না ধরা
তাই করে খালি এই অন্তরে তীব্র জ্বালা
অনেকটা না পাওয়ার বেদনা
তাকে তো পরানো হলোনা আর বিয়ের মালা।
স্মৃতিগুলো তবুও হৃদয়ের মানসপটে
মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসে ফিরে
ছলনা করতে দক্ষ সেই ললনা
দূরে সরে যায় একসময় ধীরে ধীরে
আমাকে এক মায়ার বন্ধনে বেঁধে
চলে যায় তার স্বার্থপরতা ঘেরা নীড়ে।
আমি তবুও কখনো কখনো ভুলের তাড়নায়
সেই রহস্যময়ীর স্মরণে
ভুগতে থাকি কোন এক অজানা তাড়নায়।
দেখিয়েছিল সে কত সুখের স্বপ্ন
এই সম্পর্কের মাঝে আছে নাকি রত্ন
আমিও পড়ে গেলাম কাল্পনিক ছায়ায় আটকে
বাস্তবতা আর হয়নি ভেবে দেখা
নিয়তি ততদিনে করে ফেলেছে আসল মীমাংসা
ধরা খাই মেয়ের বাড়ির ফটকে।
প্রহরী দিয়ে নিষ্ঠুররূপে তাড়িয়ে
উপহার দিয়েছিল জ্বলুনিভরা অপমান
তারপর হয়ে গেল তা তিক্তময় ইতিহাস
পেয়ে গেলাম আমি তার
রহস্যময় ভালোবাসার এক নিদারুণ প্রমাণ।
এভাবে যে কিভাবে এত রূপ দেখিয়ে
সরে যেতে পারল নারীটি নিজের মতো করে
আমার হৃদয়টি ভেঙে চুরে
নিল এক অনাকাঙ্খিত প্রস্থান
আমায় কান্নার সাগরে ভাসিয়ে
এতটা কিভাবে জানি
হাসতে পারে সে চরম ঘৃণার হাসি
আজ তো এই সম্পর্কের নেই কোন মানে
লাগতেই পারে নারীটির সবকিছু বাসি।
আমি তবুও আশায় থাকি রাশি রাশি
জীবন তো থাকেনা থেমে
চলতে থাকে তার নিজের গতিতে
একদিন হয়ত ঠিক পেয়ে যাব
স্বপ্নের সেই রাজকন্যাকে
কোন এক রাস্তার মোড়ে সঠিক অনুভূতিতে
বলতে পারব আমার মনের যত কথা।
দূর করে নিব সেই আঘাতভরা উপকথা
আজ যে বড্ড ক্লান্ত আমি
আর চাইনা রহস্যভরা সাজানো মায়াবী গাথা
নারী চাই সত্যবাদী,শুদ্ধ মনের অধিকারিনী
যাকে পেয়ে অন্তত কোনদিন
উচু করতে পারি এই মাথা,
রহস্যঘেরা নারীর ছলনা ভুলতে
গড়তে চাই বাস্তবতায় ভরা এক সুন্দর রূপকথা।