চোখে মুখে তার অবাক বিস্ময়
ঠিক ওইদিন হল আমাদের পরিচয়
তবে হয়নি অবৈধ প্রণয়।
তা নিয়েও নেই কোন সংশয়।
তবুও মাঝে মাঝে ভয় হয়
সেই পুরনো সুতো ছিড়ার এক আশঙ্কা
তাই দেখে হঠাৎ লাল লংকা
টিভি কিনলাম একটা Konka.
জানিনা মনিকা এখন কোথায়
হয়ত ব্যস্ত আছে।
না হয় অন্য কাজের চিন্তায় পড়ে গেছে
আমার তাতে কি যায় আসে
শুকনো হচ্ছি দিন দিন মাসে মাসে
আম্মুর কাছে যত পুরনো আবদার
আজ বেশ হাস্যকর লাগে।
মনে হয় যাই হারিয়ে
এই ঘোলাটে বাধাধরা সীমানা ছাড়িয়ে
হয়ত একাকী নিজের সাথে
করতে হবে নির্জনা বসবাস
পেতেও পারি তখন হেনা ফুলের সুভাস।
এভাবে যাবে দিন মাস বছর
কাটবেনা তবুও অপেক্ষার অনন্ত প্রহর
ব্যস্ততা ঢেকে ফেলেছে শেই হারানো শহর।
তাই মধ্যভাগেই করছে বিরাজ
আমার শত আশা আকাঙ্খা না মেলানোর বেদনা,
তবুও দেখতে হয় সোনালী রূপালী স্বপ্ন
বেচে থাকার তরে অবিরত
কখন আবার আসবে আনন্দময় ভোর
মুছে যাবে সব নস্টালজিক করা ক্ষত।
হয়ত জমি কিনে নিবো আমি এক বিঘত
এসে তোমার স্বপ্নের সেই রূপালী রাত
তবুও এক হওয়া হয়না দুজনের
সীমানা আর সীমাবদ্ধতা এসে করেছে বাজিমাত।