আজ নশিন হঠাৎ বলল আমায় ডেকে
যদি দাও আইফোন আর এসি গাড়ি,
তবে পাকাপোক্ত হবে এই রিলেশন
পেয়ে যাবে তুমি আমায় নিজের করে সরাসরি।
তখন আমি সোজা এক চড় দিয়ে তাকে
বুঝিয়ে দিলাম আমার তীব্র মতামত,
বলে দিলাম যদি ভালোবাসো আমায় অর্থসম্পত্তির বদৌলতে
তবে ছেড়ে দাও আজ থেকে আমার পথ।
শুনে নশিন পেল প্রচন্ড এক ধাক্কা
না সে পায়নি কোন মারাত্মক আঘাত আচমকা,
শুধু লেগে গেছে বেশ দাগ তার ইগোতে
জানেনা সে এ ক্ষত কেমনে হবে সারাতে।
তারপর বহু বছর আর হলোনা দেখা আমাদের
বদলে গেছি অনেকটাই দুজনে সময়ের নিয়মতান্ত্রিক বাকে,
নশিনকে বলা হয়নি সেদিন সরি
মনে হয় এতবছর সে দিয়েছে ওই ক্ষোভ রেখে।
এখন আমি হয়ে গেছি আস্ত মিলিয়নিয়ার
দুইটি মাল্টিন্যাশনাল কোম্পানির স্বত্বাধীকারী আজ আমি,
এক বছর ধরে করেছি বিরাট সঞ্চয়
আইফোন কেনার জন্য তো করা চাই প্রগতি।
চেষ্টা করেছি পুষিয়ে দিতে
নশিনের রাখা কিছু ক্ষুদ্র দামি আবদার,
কিন্তু কোথায় পাবো তাকে
সে কি আছে অপেক্ষায় শুধু আমার ডাক শোনার।
অনেক খোজাখুজির পর
বন্ধু বান্ধবের একান্ত সহায়তায়,
পেয়ে গেলাম নশিনের বাড়ির ঠিকানা
মিললাম আমরা আবার ছয় বছর পর সেই রাস্তায়।
সরি নশিন ভুলে গেছি বলতে
এই নাও তোমার আইফোন,
এবার তবে ক্ষমা করে দাও
আর জমা রাখিও না সেই পুরনো ব্যথা সারাক্ষণ।
নশিন তবু গোমড়া করে মুখ
আমার দিকে না তাকিয়ে সোজা
চুপটি করে ভুলছে যেন পুরনো দুখ।
তারপর আবার বললাম তাকে
sorry sorry আই অ্যাম ভেরি sorry
চলো চলো দেখবে এবার ভারী
তোমার জন্য আনা সেই দামী এসি গাড়ী।
নশিন যে ভাবেনি ঘটনার এতদূর গড়াবে জল
ধরিনি এত বছর যার ফোনকল,
কিভাবে এত দিন পর মিলল তার খোজ
তাই তো আজ নশিনের চোখ টলমল।
চোখের পানি মুছে টিস্যু দিয়ে
গাড়িতে চড়িয়ে নিয়ে গেলাম তাকে আমার বাড়ি,
নশিন আজ নয় কোন শত্রু
বিয়ের কন্যা সেজে পড়ে নিয়েছে সে লালচে শাড়ি।