বিশ্বাস করতেই হয়ে যাচ্ছে মুশকিল
পড়েনি তখনো পাথরে পাচকিল
সুন্দরী মেয়ের পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে
হার্টবিট যেন বাড়ছিল ছেলেটির তাড়িয়ে তাড়িয়ে।
ঘটনার শুরু এক পার্কের কোণায়
ছেলেটি পড়েছিল তখন এক অদ্ভুত ভাবনায়
সঙ্গী না পাওয়ার যন্ত্রণায় ভুগছিল সে দোটানায়
হঠাৎ এক সুন্দর ললনার আকস্মিক আগমনে
আশা আকাঙ্খা উকি দিল ছেলেটির মনে
পিছু নিল সে সরাসরি মেয়েটির অনুসরণে
কথা বলবেই সে যে আজ কারণে বা অকারণে।
মেয়েটি তাকে গেল এড়িয়ে একটু বারনে
তবুও তো ছেলে আশা নাহি ছাড়ে
মেয়েটিকে তার ভাল লাগে চলনে বলনে স্বপনে
একদিন অনুসরণের পঞ্চম দিনে
পার্কের সে মেয়েটি পাল্টে ফেলল রূপ
আজ সে বদলে গিয়ে খানিকটা
ছেলেটার সাথে কথা বলল খুব
সম্বোধন পেয়ে ছেলে তো বড্ড খুশি তখন
মেয়ে তখন ঠিক করল তাদের পরবতী মিটিংয়ের দিনক্ষণ
এভাবে ধীরে ধীরে পড়ল ছেলেটি
মেয়েটির প্রেমে হাবুডুবু খেয়ে
বলতে পারছিলনা সেটা কোন মতে
কোন প্রসঙ্গে বা ইনিয়ে বিনিয়ে
কেন জানি হচ্ছিল মনে ছেলেটির
বোঝেনা সে বোঝেনা ধরনের অনুভূতি
মেয়ে যে খালি বন্ধু ভাবে তাকে
শুনবে কি সে ছেলেটির এই গভীর আকুতি।
আস্তে কাটল দিন কাটল মাস
ছেলের অনুসরণ আর অনুভূতির ঘোর
যেন কাটছিলনা কোন মতে
দেখছিল সে তবুও সম্পর্কে এক নতুন ভোর।
মেয়ের ততদিনে জুটেছে অনেক বন্ধু
মধুর মৌচাকে গিয়েছিল জমে বহু মৌমাছি
তবুও মেয়ে বলে কিনা ছেলেটিকে
বন্ধু তোমার পাশে আছি।
পরিবারকে নিয়েই তো সুখে শান্তিতে বাচি
বাবার টাকায় যে সব ভালমন্দ খাচ্ছি।
বাস্তবতায় আটকা পড়া সেই মেয়েটির কথা
বদলে দিল ছেলেটির চিন্তাধারা
কল্পনায় তার সেই ভালোবাসার জলছবি
নিষ্ঠুর কিছু সত্যের জালে পড়ল মারা।
আস্তে আস্তে ভালোবাসা প্রেম গেল মুছে
ছেলেটির জীবন থেকে পুরোপুরি
মেয়েটি তখন ও ছাড়েনি বন্ধুত্বের অভিনয়
ছেলেটিকে করেনি প্রেমে প্রত্যাহার সরাসরি।
ধীরে ধীরে বাড়তে থাকে তাদের দূরত্ব
সীমিত হতে থাকে শত আনন্দের ভাগাভাগি
আকারে ইঙ্গিতে কিছুটা বুঝে ছেলেটি
হয়ে পড়ল আচমকা স্বার্থত্যাগী
মেয়েটি তখনো ছাড়েনি তার ছলনাময়ী স্বভাব
বাইরে রেখে বন্ধুত্ব রক্ষার যুক্তিতর্ক
ভিতরে সামলাচ্ছিল দারুণভাবে সে
এক নিখুত পারিবারিক সম্পর্ক
ছেলে শেষমেষ ছেড়ে দিল হাল
বুঝে গেল অবশেষে
এই ললনার সাথে মেকি বন্ধুত্বই থাকবে বহাল।
কষ্ট না নিয়ে বাস্তবতায় দিয়ে উকি
ছেলেটির এক আশার অধ্যায়ের
শেষমেষ হল এক গ্লানিভরা আকিবুকি।
সম্পর্ক হতে গেলে আজ
চলছেনা শুধু প্রেমিকের পরিচয়,
লাগছে অনেক স্ট্যাটাস আর যোগ্যতা ভুরিভুরি
বুঝাতে নায়িকার পরিবারকে শুধু
যুক্তিপূর্ণ ভালোবাসার এক সর্বস্ব অভিনয়।