ভিজছে শরীর রোদ্রতপ্ত জলে
ঘামছে মন খুব যে অতলে।
তবুও মাঝে মাঝে ছলে বলে
অনেকটাই নিতান্ত কৌশলে
মনের সেই আকুতিভরা কথাটি বলে ফেলে।
তারপর আবার চলে যায় দিন মাস
আসতে থাকে বছর যুগ শতাব্দী
কেটে যায় হাজারো কষ্টের প্রহর
তুমি কি বুঝোনা এখনো আমায়
কিভাবে তীব্র এক মানসিক যন্ত্রনায়
কাটছে যে আমার দিনভর।
আবার এসেছে সেই কড়া দুপুর
আজ দেখলাম হঠাৎ সেই পানা পুকুর।
যেখানে রয়েছে আমাদের কত স্মৃতি
যা থেকে আজ নিতে হচ্ছে অব্যাহতি।
অনেকটা নিয়মশৃঙ্খলার অজানা তীব্র চাপে
আজ বুকটা যে দুরু দুরু করে কাপে।
তাই কখনো কখনো নিতান্ত স্বভাবে
দিয়ে ফেলি এক অর্থহীন প্রতিশ্রুতি।
যা একসময় সৃষ্টি করে এক নস্টালজিক অনুভূতি।
তাই আবারো বাড়ছে আকুতি
তুমি কি এখনো আমার সেই প্রীতি
জানিনা বা চাইনা জানতে
পারছিনা তো আর কাদতে
সবার সামনে বন্যায় ভাসাতে
নিজের মুখমন্ডলটাকে সজোরে
তাই হাসি জোর করে জোরে জোরে
যেন লোকের চোখে না পড়ে
সেই দুঃখময় স্মৃতিকাহিনীর ছিটেফোটা
জীবন থেকে দিয়েছি বিদায় তাদের
মন থেকে দিয়েছি যাদের পুষ্পকাটা।