সকল ব্যস্ততাকে ফেলে পিছনে
এগিয়ে যাই সবুজের পানে,
নীল সাগরের আরো কাছাকাছি,
যেন এক অপার্থিব সুখ
আরো কাছাকাছি আনে,
এই সুন্দর অর্ধকৃত্রিম ভুবনে,
খেলা করি ফুলের সাথে,
কল্পনা করি শুধু আমরা দুজনে,
বাধব নিজেদের সুখকর বাধনে
একটু খানি ধৈর্য ধরে
দিনগুলো আজ গুনে গুনে
আকাশে উড়িয়ে বেড়াই
অজস্র স্বপ্ন ঘুড়ির সোপান,
ঘুচাতে চাই আমাদের ব্যবধান
করতে চাই এই জটিল সমীকরণের
এক শান্তিপূর্ণ সমাধান,
একদিন উড়াব স্বানন্দে আমাদের
বহু আকাঙ্খিত স্বপ্নযান,
চলে যাব সেই সুকল্পিত রাজ্যে
যেখানে আর হবেনা কারো
হৃদয় ভেঙে খানখান।