ভুলের পৃথিবী
ফাহমিদা ইয়াসমিন
ভুলের ভেতর বাস করতে করতে
একটা জীবন কেটে গেলো, আহ!
তবুও নিয়ত শুদ্ধ চর্চা করেও
ভুল করে বসি, ভুল করে যাই।
চাহিদা এমন একটি রঙমাখা ফুল
যাকে ধরতে না চাইলেও টেনে নেয়
লোভের দরজাটা বন্ধ থাকলেও
ফের নিজে খুলে ফেলি দরজাটাই।
আমি পঞ্চাশবার শপদ করেছি
নিজেকে গুছিয়ে রাখবো না হয়
আবন্ধ থাকবো এক ঘরে একা
তবুও অন্তত কয়েকটা দিন যেনো
ভুল করে লোভের ফুলটা না ছুঁই।
ভুল একটি সুবাসিত ফুল,ছুঁই তাই
এর থেকে দূরে থাকার উপায় নাই।