তুমি থেকো হৃদয়ে আমার
ফাহমিদা ইয়াসমিন
ভালবাসার সম্পর্ক এমন হয়
হয় না যেখানে চেনার দরকার
দেখতে হয় না রূপের মাধুর্য
প্রশ্ন আসে না কোনো চাওয়া পাওয়ার
থাকে না কোনো স্বার্থের লেনদেন খোঁজে না কোন পার্থিব প্রয়োজন।
মায়ার বন্ধনে হয়ে যায় মনের কথা
হৃদয়ে হৃদয়ে বাজে প্রেমের বাঁশি
সে মায়া কমে না কখনও
বরং আরো বাড়তে থাকে দিনে দিনে
তুমি দৃষ্টি থেকে দূরে থাকলেও
তুমি আছো আমার হৃদয়ের খুব গহিনে তুমি দূরে থেকলেও মনে হয় খুব কাছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারি তোমাকে
ভাবনায় থাকো প্রতিমূহুর্ত আমার
আমি ভালবাসি বলে হয়ত রোজ দেখি কল্পনার চোখে যেমন বাস্তবের কেউ হয়ে তুমি দাঁড়াও আয়নার মত
অথচ তোমাকে ছুঁতে পারি না
তুমি আছ তুমি থাকবে
তুমি থেকো আমার হৃদয়ে বাসা বেঁধে ।