মায়াময় সংসারে কত আনন্দ উল্লাস মিশে আছে
সন্তানের জীবন নিয়ে বাবার চোখে কতো স্বপ্ন
মায়ের আঁচলে কত স্নেহ
ভাই বোনের মিলেমিশে থাকার কতো আ প্রাণ আকুতি এসব স্মৃতি কাব্য লীলা কতোবলা যায়
সুখে থাকা দুঃখে থাকা হাসি কান্নার বিচিত্র দুঃখ বেদনারা জড়ো কবিতার মতো কথা বলে ক্ষণে ক্ষণে। বাবা-মায়ের সুখে দুঃখে লতা পাতার মতো আমরা বেঁচে থাকি।
সংসারের গভীর মায়া ইন্দ্রজালের মতো আচ্ছন্ন রাখে মমতার বন্ধনে।
জগতের মাঝে কতো না পাওয়ার বেদনা কিংবা
কতো কি পাওয়ার আনন্দ এর মাঝে আমরা খুঁজে নেই আমাদের বেঁচে থাকার শেষ সম্বল।
দুষ্টুমি আর আড্ডা কাটানো সময় মাঝে মাঝে মনে হয় এইতো সেদিন
গায়ের আলপথ কিংবা  শহরের গলিপথে কতো হৈচৈ জীবনের উল্লাসে কেটে গেছে আমাদের অদ্ভুত জীবন।
দিনগুলো এভাবে চলে যায় তাড়াহুড়োয় কোথায় যেন সব হারিয়ে যায় অজানার পথে।
সময় চলে যায় এমনি করে শুধু ভেসে উঠে সোনালী দিনের সুন্দর অতীত।