নদী
ফাহমিদা ইয়াসমিন
নদীর পাড় ঘেঁষে বেড়ে ওঠা ঘর
কখনো ভাবে না নদী তার পর
কখনো বোঝে না স্রোতের টান
জীবনের সুখকে করবে অবসান।
নদীর পাড়ে বেড়ে ওঠা বালক
নদীকে ভেবে নেয় তারই পালক
তবুও নদী নিজের স্বার্থের ফুল
নিজ পেটে নিতে লোভে মশগুল
নদী জানে না ধর্ম, কর্ম ভেদাভেদ
জানে বাড়াতে দুই পাড়ের বিভেদ।