মোহনীয় মমতা
ফাহমিদা ইয়াসমিন
কোন এক শ্রান্ত দুপুরে ক্লান্তির অবসরে ললাট ভাঁজে উঠে ছিল কাউকে হারানোর ব্যথা
জমে থাকা মেঘের মতো পুস্পগুচ্ছ হয়ে সুরভী বিলিয়েছিল
কতো না বলা কথা।
উড়ে যাওয়া গাংচিল যেমন মহাশূন্যে পাড়ি দেয় ডানা মেলে হারিয়ে যায় দূর বহুুদূর বুকে নিয়ে হাজারো ব্যথা।
হঠাৎ কোন হিমেল হাওয়ায় ছুঁয়ে যাও আমায় আলতো করে মনে হয় তুমি দিয়ে গেলে সেই মোহনীয় মমতা।