মা আমার
ফাহমিদা ইয়াসমিন
--------


হঠাৎ করে ঘোরঅন্ধকার
নেমে আসে  
নিমিষেই চূর্ণবিচূর্ণ করে দিল সাজানো সংসার।
কোন কিছু বোঝার আগেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করলে মা।
তোমায় ছাড়া থাকি কেমনে
বলো না মা,

দুঃখে কষ্টে চৌচির
আমার এই বুক,
কতো আপন দেখি
কতো মানুষ দেখি
মা জননীর মতো দেখি না
এতো সুখ।

মা আমার মনের মাঝে
সাত রাজার ধন
যতো দেখি মায়ের মুখ
ভরে না এমন।

মায়ের কথা মনে হলে
জ্বলে এ অন্তর,
মায়ের কথা শুনলে
শান্তি বুকের ভিতর।

মা শব্দটি  জান্নাতের
এক চিলতে সুখ,
হাহাকার বুকে দেখি
মায়ের  মুখ।

মা আমার বিধাতার এক
অমিয় দান,
মা আমার জীবনের
শ্রেষ্ট সম্মান।