ফাহমিদা ইয়াসমিন এর কাপলেট
এক.
সোনার হরফে লেখা রাজকীয় মহিমার নাম
ইতিহাসে দেখা নেই মজলুম হাতুড়ির ঘাম।
দুই.
প-রি-ষে-বা-য় আস্থাবতী তুই ছিলি এক পরি,
কারিশমাটোপ লাল ক্যামেরায় কাকে বলিস সরি?

তিন
আংটিতে বন্দি প্রেম, বাসরেও বিষ
ঘুমেও জেগে কারা করে ফিসফিস!

চার
ফেল করে করে শেষে রাজ ডেমোক্রেসি
জুলিম্যান রোমিওরা দেয় কেন ছিঃ ছিঃ।

পাঁচ
তিন ভাগ জলে ভূমি চাষ করে প্রেম
রাজনীতি চুমো খেলে ভেঙে যায় ফ্রেম।

ছয়
নদীতে নৌকে ভাসে নগি খোঁজে জল
জলপানি ডিগ্রি নিয়ে ভাঙে ফলাফল।

সাত
বিশ্বাসী এক ঘর ছিল কাল, আমরা হরিহর
ডিজিটালের প্রলোভনে ভাঙল পরিসর...।

আট
বুকের টুপি উপচে পড়ে লিপস্টিকে মুখ
ছাতা খোলার আহ্বানে বৃষ্টিভেজা সুখ।

নয়
ঘাসের যুবতী ঠোঁটে শিশিরের হাসি
বনলতা সেন তবু নেয় কেন ফাঁসি?

দশ
বেইমানিতে উদাস ছিলাম বোকা ছিলাম বেশি
ব্ল্যাকবোর্ডের বর্ণে আজও খুঁজি কালোকেশী।

এগারো
ফেসবুকে বুক নেই সুখ নেই বুকে
আত্মাকে হত্যা কেন আনলাকি লুকে।

বার
পাহাড়ে পাথর আছে তার বুকে জল
ছলের পাহাড় সোনা পাথরে বিকল।