চলো
ফাহমিদা ইয়াসমিন
....
চলো হারিয়ে যাই অন্য কোথাও
যেথায় সবুজের বুক জুড়ে
শান্তির সু বাতাস,
পাখিরা খেলা করে
কোকিলে সুর ধরে
ফুলেরা সুগন্ধী বিলায়
চলো হারিয়ে যাই সেথায়।

চলো,ভুলে যাই
হিংসা ক্লেদ অভিমান
হাতে হাত ধরি
একি সাথে মরি
প্রাণ খুলে গায়
একতার গান
যেথায় করে বাস
মন মানবতার চাষ
শুভতার উল্লাসে
হারায় নদী।
চলো,নিরবধি তুলি ফুল
একটা একটা করে
সযতনে সাজাই মালা।
চলো, জাগরিত করি
সত্যের গান
পবিত্র ও পূণ্যতায়
হোক প্রেমের উত্থান।
এসেছে সময়
ঝেড়ো ফেলো ভয়
দূরে যাক সকল নষ্টতা।।