বিদ্রোহী ক্ষোভ
ফাহমিদা ইয়াসমিন
**
অসহায় নগরে কে দেবে মুছে জল
সমুদ্রের ফেনা ভাসে
জীবন বয়ে।

বিচারের কৌটা নিরব দর্শক
  প্রতিবাদের সুর ও আচানক।

নারীর ধর্ষণে জাগো নারী
খোলো চোখ হে অবলা
!
কত আর পোহাবে নিরবে
অসহ্য যাতনা
একা একা
একেলা।

নরপশুর ক্রোধে ধ্বংসিত
কালে
আঘাত করো
বিদ্রোহিনী,বাঘিনী সাজো ;
আজ তুমি কাল সে
নিঃশেষ হবে  সমাজ,
কোথা রবে ভয় কাতরতা
আর লাজ।
ধর্ষণ ধর্ষণ চারদিকে ধর্ষণ
কুকুর পুরুষ তুমি,
তোমার কি নেই মা বোন
জন্ম দিয়েছে
কোন সে জননী।
ঘরে ঘরে জাগ্রত করো
চেতনা
বিচার সে তো
হাতের তুরুপ,
আজ আর কাল নয়
আনবো সকাল
জাগো নারী
জাগাও বিদ্রোহী ক্ষোভ!!!