তোমায় আমি ভালবাসি হাসনাহেনা শিমুল তুলো।
মরনে ও যেন হয় না তোমা ভুলা,
বুক ভাসিবে মরন জলে, পাখি উড়িবে মায়া ছলে।
চোখ ভাসিবে নয়ন জলে, মন উড়িবে ডানা ভরে।
তোমায় আমি ভালবাসি হাসনাহেনা শিমুল তুলো।
স্বপ্নে ও যেন হয় না তোমা ভুলা
হঠাৎ এলোমেলো সকাল, অগোছালো বিকাল,
আর আধুনিকতার লালা।
হঠাৎ গোছালো রাত্রি, অমাবস্যার চাঁদ,
আর অবিশ্বাসের সিলের গালা।
এই নিয়ে এই আছি বেশ, ওগো শিমুল তুলা।
না হইয়া শেষ, ওগো হাসনাহেনা।
হঠাৎ হেপো ফুসফুস, চামচিকা বাদুড় ।
আচমকা ধমনী ও রক্তনালি......
চাই বিশ্বাস আর অবিশ্বাসের র্যাডক্লিফ লাইন চ্যুত।
চাই সমাজতন্ত্র আর গনতন্ত্র.......