সময় হলে হবে তো সমনজারি,

হাওয়া হবে হে মানুষ, তো নজরদারি।

কোথা গেল কানাকড়ি?

সময় হলে হবে তো সমনজারি।।

সত্তর হাজার পর্দার লুকায়, আলোর ঝলকানি, কোথা গেল কানাকড়ি?

আমি, আমি, ও আমি কোথা আমার নজরদারি।