আমার মনের প্রশ্ন, মাথায় চক্র খায় লাটিমের মত।
আমার বিবেক এর গণ-জিজ্ঞাসা, কিভাবে মিলবে এই ১৫- ই ক্ষত।
না আমি বলিনি, না আমি শুনিনি।
তবু এই প্রশ্ন কেন আমাকেই, শুধু আমাকেই কুরে খায়।
না আমি দেখিনি, না আমি জানিনি।
তবু এই বিবেক কেন আমাকেই, শুধু যন্ত্রণা দেয়।
কেন খোকাকে ওরা এত ভয় পায়, কেন এখনও ভয় পায়।
ছেষট্টি উত্তর উনসত্তর, তারপর এল একাত্তর।
খোকার তর্জনীর গতি, বাঙালির মনোবলে।
মুজিবের কন্ঠে প্রতিধ্বনি, বাঙলার পথপ্রান্তে।
ভয়পায় তোমাকে খোকা।
জীবিতর থেকে ও তুমি বেগবান গতি, ওহে মুজিব... ওহে খোকা।
তোমার ছায়াকে ওরা এত ভয় পায়, যে রাতের আধারে হত্যা করতে হলো।
তোমার তর্জনীকে ওরা ভয় পায়, এত ভয় পায়, যে সেটা কেও ছায়া মনে করেছিলো।
তোমার রক্তকে ওরা এত ভয় পায়, যে স্রোত না শেষ পর্যন্ত তান্ডব চালিয়েছিলো।
তোমার প্রাণহীন দেহ কে ওরা ভয় পায়, এত ভয় পায়, যে তাকেও কেন্দ্র রাখাহয়নি।
হে মুজিব... ওহে খোকা...
ইতি তোমার বাঙালি, তোমার বাঙলাদেশ।