তুমি কেনই বা এসেছিলে, কেনই বা যাবে।
এই পথে...একই পথে,
যে পথ তোমাকে, শুধু তোমাকেই এগিয়ে নেয়।
জন্মান্তর থেকে অনন্তের পথে,
এই পথ হল,সেই পথ মতের অন্তিম পথ।
এই পথ হল, সেই পথ মৃদু হাসির বাঁকা চাঁদ।
পশ্চিম -পূর্ব হাঁটু গেড়ে শিরনত পথ,
বরই পাতা জলের শীতল মিল বন্ধন।
উত্তর -দক্ষিণ মস্তিষ্ক থেকে হেলান পথ,
মৃত্তিকা -অগ্নির উষ্ণ বিচ্ছেদে মদন।
এই বিশ্বাস হল, সেই বিশ্বাস ঘ্রাণ ও ঘৃণার চলন্ত পথ,
এই বিশ্বাস হল, সেই বিশ্বাস অর্থ ও রাজনীতির চওড়া চাঁদ।
এই পথ মৃত্যুর পথ, এই পথ অমৃত স্বাদের পথ,
এই পথ বিশ্বাস -অবিশ্বাসের ঘুমন্ত পথ,
এই পথ ক্ষমতার নামে, বৈশিষ্ট্যের ব্যবহার,
এই পথ রাজনীতির নামে আমার অনাহার।