আমি চাই কোরআনের সমুদ্রে ভাসতে,
চাই নবীর চরিত্র হৃদয়ে আঁকতে।
চাই সাহাবীদের ঈমানের আলো,
চাই সালাফদের ইলমে অমৃতধারা।

জ্ঞানী ব্যক্তির সাথে জ্ঞান শিখি,
মূর্খকে এড়িয়ে চলি।
তর্ক ছেড়ে মুসাফাহ করি হেসে,
জীবনে আসে শান্তি অগাধ ভালোবেসে।