তারা পথ দেখায় সুন্নাহর, আলোর সন্ধানে।
দাওয়াত দেয় সদা সত্যকে সামনে রেখে,

তাদের মুখে ফুটে সর্বদা শান্তির বাণী,
আল্লাহ-রাসূলের প্রেমে রাঙায় হৃদয়।

তাওহিদের মশালে, হৃদয় করে দীপ্তময় চাঁদের ন্যায় আলোকিত। জ্যোৎস্নার মত আলোকিত করে এই জীবন।

তাদের শিক্ষা বলে, সুন্নাহয় থাকো,
ধৈর্যের চেতনায় আঁধার মুছে ফেলো।।
তাদের শিক্ষা বলে, জীবন হবে নবীর সুন্নাহয় আলোকিত।
ধৈর্যে উপর থাকো অটল।গোমরামি মুছে যাবে সবই।

আহলে হাদিস— সত্যের প্রতিচ্ছবি,
জগতের বুকে তারা, দীপ্তিমান কবি।
আমরাও হবো আহলে হাদিসের দলে,
নবীর সুন্নাহ আঁকড়ে, ঈমানের ফলে।