প্রভু সে তো সদামঙ্গলময়,
ধন্য সে জন যে তার আশ্রয় নেয়।
জীবন এক নিছক খেলা,
পুরোটাই যেন মায়ার জালে ভরা।

দীর্ঘ জীবন চলিয়া যায় মোমের মতো গলে,
জীবন পেরিয়ে যায় এক নিঃসঙ্গ পথে।।
যদি প্রেম থাকে আল্লাহ ও নবীর প্রতি,
তবে তাদের জন্য জীবন দাও উন্মুক্ত করি।

যদি সামান্য সময়ের জন্য নেও শ্বাস
তবু তা রবের সন্তুষ্টি অর্জনে করিও ব্যয়
রেখো মুখে হাসি,হৃদয়ে প্রেম।
এটাই তো জীবনে প্রকৃতভাবে প্রয়োজন।।