যদি দাঈ হও আল্লাহর পথে,
তবে সরলতা রেখো নিজের মাঝে।

যাই করো, ভালোবাসতে শেখো,
অন্যের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখো।
তোমার আত্মাকে দেও রবের কাছে সোপে,
থেকে যাও এ জীবন ও পরকালের পূর্ণতার মাঝে।