যদি তুমি সত্যি প্রেমে মুগ্ধ হও,
সবকিছু স্যাক্রিফাইস করতে শিখ।
প্রেমের জন্যই তো সংসার টিকে আছে,
তাই হৃদয়ে প্রেমের আলোক জ্বালাও।
আসল প্রেম তো তাদেরই হয়,
যারা হৃদয়ের বন্ধনে আবোদ্ধ থাকে।
আলবিদা শব্দটি তাদের জন্য নয়,
যারা হৃদয়ে গভীরে লুকায়।
তর্কে না গিয়ে রেখো মুখে হাসি,
মুসাফাহ করে ফিরে আসো শান্ত মনে।
যদি তুমি সত্যি প্রেম পিপাসী হও,
তবে যেন সবকিছুতেই তুমি প্রেম খুঁজে পাবে।
নিজেকে ভালোবাসো, এটাই তো সঠিক পথ তবেই তো পাবে জীবনের পূর্ণতা।
মুখে রাখো অটুট হাসি,শিখো ভালো বাসতে,
তবেই তো মিলবে জীবনের আসল শিক্ষা।
যাই ঘটুক,করো জনকে আলিঙ্গন,
বোঝাও তুমি কতটুকু প্রেমের পিপাসী।
এ জীবন যে ক্ষণিকের, তা করে রবের,
তাহলেই পাবে তুমি সত্যিকারের প্রশান্তি।