তুমি আসবে সেদিন, যেদিন ফুসফুসে থাকা সমস্ত বাতাস বের হয়ে যাবে,
নিথর হয়ে যাবে রক্তনালির স্পন্দন,
চোখের পাতায় পাতায় তৈরী হবে মেলবন্ধন,
নাসিকার পথ হবে বায়ু শূণ্য।
তুমি আসবে সেদিন, যেদিন শব্দ সৃষ্টির জিহ্বা , তালু, ঠোঁট হারাবে হাজারও অব্যক্ত ভাব প্রকাশের ক্ষমতা।
তীক্ষ্ণ বেদনায় চোখ হবে জলহীন মরুর প্রান্ত।
দেহ হবে পরে থাকা এক খন্ড পাথর টুকরো।
তুমি আসবে সেদিন, যেদিন
দেহে জেগে উঠবে পৃথিবীর প্রকৃত একাকীত্বের স্বাদ।
হৃদয় মাঝে মৃত হবে তোমাকে পাবার সেই বাসনা।
মৃত্তিকা ঢাকা দেহখানি মিশে যাবে মৃত্তিকায়।
তুমি আসবে সেদিন, যেদিন তোমার মনে জেঁগে উঠবে আমাকে দেখার তীব্র আবেগ,
চোখের কোণে ভেসে উঠবে আমার অতীত স্মৃতি।
তুমি আসবে, দাঁড়াবে হয়তো আমার ছোট্ট কুঠির কোন প্রান্তে।
যদি প্রেম জাগে আমায় ঘিরে ঔ ক্ষণে তোমার চোখ থেকে ঝরে পরা এক ফুটো অশ্রুপাত হবে আমার জ্বলন্ত হৃদয়ের জন্য বর্ষার ক্লান্তিহীন সেই বৃষ্টিপাত।