গহীন জল তলে পেয়ে আমায় করলে বাঁচার ভেলা,
যখনই জল শেষ ধরলে স্বার্থপরতার বেশ
এ কেমন অবহেলা।
হেঁটে এক সাথ ছেড়ে ধরা হাত খেললে নিদারুণ খেলা,
নিলে চাঁদের পিছু দিলে না আমায় কিছু
এ কেমন অবহেলা।
নিঃসঙ্গ পৃথিবীর তরে নির্জনা একটা ঘরে আমায় করলে একেলা,
বারে বারে ফিরে চাই তবু তার দেখা নাই
এ কেমন অবহেলা।
ফিরাতে তারে নীড়ে এসেছি নদীর তীরে ভেঙ্গেছে চড়া গলা,
শুনেছ ঐ ডাক করো নি কর্ণপাত
এ কেমন অবহেলা।