ভুলিতে চাই যতই আমি মায়া কেন বাড়ে?
যা দেখি যাকেই দেখি ভুলিতে পারি না তারে।
মায়া জালে বন্দী জীবন মুক্তি যতই চাই,
বুঝতে পারলাম মৃত্যু ছাড়া অন্য উপায় নাই।
জীবন তরে মৃত্যু আছে বলেই মায়া বাড়ে,
মায়াগুলো বাড়বে বেশি শেষ জীবনের ধারে।
মনে পড়বে স্মৃতি সবই যখন লাগবে সাঁঝ,
বাড়ে বাড়ে বলতে থাকব যেতে চাই না আজ।
তবুও চলে যাব আমি আজব গ্রহ ছেড়ে,
ভাবতে গেলেই স্মৃতির প্রতি এতো মায়া বাড়ে।