তোমারি আঁখির প্রতীক আকাশ পানে ভাসে এতো নয় মোর চোখের মরিচীকা,
তারার মেলায় সন্ধ্যা বেলায় বারবার আলোক ছড়ায় আমারি নিলাম্বরী প্রিয়া।
নদীর কলকল ছন্দে ফুলের ঐ অমৃত গন্ধে যেন প্রাণ ফিরে পেল নিঃপ্রাণ এই দেহ,
মৃদ বাতাসে দোলা খায় মন বাগানের ফুল আমারি চোখ ব্যতীত যা দেখে না কেহ।
যাদুকরী প্রেমে হিসাব হয় ভুল এতদিনের পাকা যে বনিক,
আমি কি তরুন প্রেমিক , আমি কি তরুন প্রেমিক??