পাখির এক ঝাঁক সজোরে দিয়ে হাঁক উড়তে চাই উড়তে,
মুক্ত আকাশ তলে পাখিদের দলে একটু চাই ঘুরতে।
শুধুই একটু যাব মুক্ত বাতাস খাব জীবন গেল জেলে,
রেখে গেলাম সঙ্গী করে রাখ বন্দি যদি যাই ফেলে।
আমি তো পাখি দেখ মোর আঁখি মিথ্যে নেই তাতে,
আমার এ জীবন থাকে সারাক্ষণ সঙ্গীর সাথে।
না হয় আমায় কর বন্দি যাক মোর সঙ্গী মুক্ত বনে,
নাই বা আসুক চোখ মোর ভাসুক অন্ত ক্ষণে।
নিজের দহন হলেও সহন জ্বলি সঙ্গীটুকু দেখে,
দিতে মোরে বুঝ রাখে তার মুখ হাসি মেখে।
আমি তো বুঝি হাসির নিচে খুঁজি আসল জ্বালা,
কষ্ট তার দেখে হৃদয়টা বেঁকে হয় যে উতলা।