নিঃপ্রাণ দেহখানি যন্ত্রনা আর গ্লানি যদি শেষক্ষনে এক বিন্দু সুখ দিতে চাও!!!
দাও আমায় কথা দাও!
যদিও পরি ধীরে এসো নাকো এই তীরে যাও দূরে যাও!!
দাও আমায় কথা দাও!
যতই আসুক পোকা মানব দিতে ধোকা শুধুই দেখে যাও!!
দাও আমায় কথা দাও!
জ্বলুক আমার অঙ্গ হক না দেহ ভঙ্গ যদিও ব্যথা পাও!!
দাও আমায় কথা দাও!
আসুক যতই ঝড় ভিজি রাত-দিন ভর করো নাকো হাউ-মাউ!!
দাও আমায় কথা দাও!!
আসুক ঢেউ করো না তেঁউ তড়কা শুধু বলো ভেসে যাও!!
দাও আমায় কথা দাও!!
শেষ সময় ছেড়ে তোমায় যাওয়ার বেলা মৃদু ছুঁয়ে বলো এবার হারাও!!
দাও আমায় কথা দাও!!