তুমি বলেছিলে জনম জনম পাশে থাকবে,
তুমি বলেছিলে সর্বক্ষণ হাতে হাত রাখবে।
তুমি বলেছিলে সারাটা জীবন কাছাকাছি হাঁটবে,
যতদিন ঐ আকাশ পানে রবিটা থাকবে।
তুমি বলেছিলে হৃদ আকাশে আমার ছবি উঠবে,
যতদিন ঐ আকাশে পানে লক্ষ তারা ফুটবে।
তাইতো আমি আজও আছি আশায় তুমি আসবে,
আমায় তুমি আবার ভাল বাসবে।
এতো মরিচীকা আমি শুধুই একা,
এখন আশায় আছি কবে হবে মৃত্যুর দেখা।