আজ একা দাঁড়িয়ে মূল্যটুকু হারিয়ে মূল্যহীন
আমি,
নিজের অজান্তেই দিয়েছি আমার যা
সবচেয়ে দামি।
যত্নে লালন যত্নে পালন একটা পবিত্র
বাক্য,
আকাশ বাতাস চন্দ্র তারা দিতে পারবে
সাক্ষ্য।
অনেক সুখে ছিলাম আমি হলেও আমি একা,
হঠাৎ এক পরীর সাথে হল আমার দেখা।
একটু একটু কথা হত বিকেল বা সাঁঝে,
প্রথম প্রথম দূরে ছিলাম আমার চোখের
লাজে।
একদিন দুইদিন তিনদিন পর,
মনের ভিতর তৈরী হল ছোট্ট একটি ঘর।
স্বপ্ন দেখি জেগে আমি বাঁধতে সুখের
নীড়,
ঠিক যেমন পদ্মা যমুনার দুপাশের দুই তীর।
স্বপ্ন দেখে আশা নিয়ে বলে দিলাম
তাকে,
তোমার মনটা আমার জন্যই খালি যেন
থাকে।
আমার ডাকে পেলাম তাকে পেলাম তার
মন,
চোখের সামনে  তার ছবি ভাসে
সারাক্ষণ।
একদিন দুইদিন তিনদিন পর,
ভাঙ্গতে লাগলো স্বপ্নে বাঁধা আমার
ছোট্ট ঘড়।
আশা নিয়ে বসে আছি আসবে তুমি বুকে,
কথা দিলাম  আমার বুকে থাকবে তুমি
সুখে।