অয়ন, যার জীবনটাই শুরু এক অব্যক্ত কষ্টের
মধ্য দিয়ে যার জীবনের প্রতিটি ক্ষন,
প্রতিটি মুহুর্ত্বই কষ্টের তার বাহুডোরে
এসেছিল একজন নীলাম্বরীর সাজে।
তাই অয়নের হৃদয় থেকে ব্যক্ত হল:
কোন এক সন্ধার ক্ষণে সূর্য্যি ডুবার
শেষে,
এসেছিলে আমার বাহুডোরে তুমি
নীলাম্বরীর বেশে।
দেখিতে তোমার গোলাপের ন্যায় ফুটন্ত
লোচন,
হারিয়েছিলেম এই মুখের সব বচন।
হঠাৎ চারদিকটা হয়ে গেল কুটকুটে কালো,
ঝরিতে লাগিল তোমার রুপের আলো।
রুপের ঝলক আমার দুটি পলক মুগ্ধতা পেল,
হৃদয় নীড়ে প্রথম এবার পূর্ণতা এল।
বাড়িয়ে দু'হাত থাকিতে এক সাথ আশা
বাঁধিলাম বুকে,
নিজেকে করিলাম উজাড় রাখিতে
তোমায় সুখে।
হৃদয় মাঝে যখন তার জন্য অয়ন জায়গা
তৈরি করে তাকে স্থান দিল তখনই নতুন
স্থানের খোজে সে চলে গেল।
তাই আবার অয়নের মনে নির্জন কোন
ক্ষনে উদিত হল:
ভুল ভুল সবই ভুল যা ভেবেছিলাম আমি,
কেন ভেবেছিলাম নিজ হৃদয় বাদে
তোমারটাকে দামী।?
হৃদয় হারা দেহ আমার অপূর্ণতায় মরা,
দেহের মাঝে হৃদয় খাচা কষ্ট দিয়ে ভরা।