দুঃখ ভরা মনে খরা কি বলিব আজ,
সত্যি কথা বলতে আমার নাকে ধরছে লাজ।
পাপে পূর্ণ হৃদয় চূর্ন পাই না মুক্তির পথ,
লোভের জয় হারিয়ে ভয় ইমান হচ্ছে হত।
কর্ম হচ্ছে নিজ ধর্ম ব্যবসায় অনেক লাভ,
ফর্সা মুখে দাঁড়ি রেখে ধরছে পীরের ভাব।
রাত দিন ঘুরাঘুরি নামায-কালাম নাই,
আমার হাতে হাতটা রেখে হও আত্মার ভাই।
নিজের রাস্তা চলতে গিয়ে আছার পরে বারে,
আমায় রাস্তা পার করবে নিয়ে নাকি ঘাড়ে!!
কর মোদের তিতিক্ষা প্রভু দাও স্বচ্ছ জ্ঞান,
হৃদয় চোখে ভেসো তুমি যখন করি ধ্যান।