অয়ন, ১৩ পেরিয়ে ১৪ বছরে দিয়েছে পা।
বুঝবার শক্তি দেহে প্রবেশ করেছে মাত্র।
তাই তো মানব তরে প্রশ্ন শত তার,
সব কিশোরের যত্ন মিলে কিন্তু আমার
দায়িত্ব কার?
সমবয়সী সব বালক-বালিকা দেখি সুখের
পরশে হাসে,
সুখের খোলসা থাকিতে আমার চোখ
কেন জলেতে ভাসে??
সূর্য্যের সাথে ঘুম থেকে উঠে খাবার
চায় মা ডেকে,
রজনীর তমে ভয় পেলে লুকায় মাথা
মায়ের কোলে রেখে।
বাঁচিতে চাই তোমার মত দুবেলা একটু
খেয়ে,
আমি তো মানব রক্ত, মাংস আমারও আছে
তো দেহে।
রাত্রি আসিলে ভয়েতে দেহ বার বার
উঠে কেঁপে,
মা বাবা নেই এতিম আমি তাই ভয়েরা
ধরে ঝেঁপে।
ঘন্টা বাঁজে বালক -বালিকা স্কুল পথে
হাটে,
আমি কেন যাই স্কুল বাদে ঐ বস্তা
টানিতে ঘাটে?