কুৎসিত পিপাসু কাক সজোরে দিয়ে ডাক জল চাই জল,
দেহটা যাচ্ছে জ্বলে হৃদয়টা তাপে গলে এখনই শেষ হবে বল।
কোথায় আছো কে একটু জল দে তৃষ্ণা মেটাই,
পারাবার প্রান্ত কেবা জানতো তৃষ্ণার জল নাই।
নিস্তার পেতে জল হবে খেতে যেথাই মেলে,
ঐ তো গিরি বামে সিঁড়ি অবনত গেলে।
শত ঘড়া এদিক ওদিক পরা জল যে অশুচি,
দেখিতে তা কেঁপে উঠে গা আসে না যে রুচি।
বাঁচাতে দেহ হাল ছাড়ে না কেহ চুমুক একটা দিলে,
হৃদয় হয়ে প্রাণবন্ত দেহেতে শক্তি মিলে।
শক্তি এল বোধ পেল বুঝ আসিল মনে,
চোখ তার অশ্রুধার নিশ্চিত অন্তু ক্ষণে।
ভক্তিভরে প্রার্থনা করে মেলে যদি কভু মাফ,
এটাই কি প্রয়োজনের পাপ??