একাকী জীবন নিয়ে নদীকে সঙ্গ দিয়ে ভালই ছিল আমার দিনকাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল।
নির্বাক মুখে কষ্ট জমা বুকে ভালই ছিল হালচাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল।
লক্ষহীন জীবনটা ভালই ছিল ঠিক হাল বিহীন নৌকার পাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল।
অশ্রুভেজা আঁখির কোণে সৃষ্টি হল অদৃশ্য এক খাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল।
স্বপ্নগুলো নিঃশেষ হল হৃদয় হল ঘাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল।
সুপ্ত জ্ঞান গুপ্ত হল দেহ হল টালমাটাল,
এ কেমন ইন্দ্রজাল তোমার এ কেমন ইন্দ্রজাল