হঠাৎ একদিন বাজবে ঘন্টা জীবন তরীর ঘাটে,
জীবন নাম বস্তুর সাথে মরণ মাঝি হাঁটে।
যাব চলে আজব গ্রহে মরণ মাঝির সাথে,
জীবন যাবে মাঝির সাথে দেহ রেখে খাটে।
মাটির দেহ রাখবে না কেহ ভূবন তরে আর,
পঁচে যাবে দেহ আমার পঁচে যাবে হার।
বিলিন হবে দেহ আমার বিলিন হবে স্মৃতি,
মুছে যাবে আমার নাম টেনে সব ইতি।