অয়নের মনে আজ উদিত হল:
বুঝেছি তুমি আমায় ভালবাস কত,
আমাবস্যার আকাশে তারা ফুটে যত।
মুখেই শুধু বল অনেক ভালবাসি,
প্রমাণ চাইলেই দাও অট্ট হাসি।
একবারও তোমার মনে আমি কি আসি?
কেন তুমি মিথ্যে বল বল ভালবাসি?
প্রতিক্ষণে উদাস মনে অপেক্ষায় থাকি,
পথ পানে চেয়ে থাকে পলকহীন আঁখি।
জানি না কি তোমার মনের মাঝে আছে,
আমি নাকি অন্য কেউ তোমার চোখে ভাসে।
ভাল যদি সত্যি তুমি আমায় বেসে থাক,
মন গগনে রং বিহীন আমার ছবি আঁক।
মনে যদি আমার জন্য একটু প্রেম থাকে,
প্রকাশ কর বুঝাতে প্রেম ভালবাস যাকে।