ছোট দেহে একটা মন দান করিল রব,
মনের জন্য সৃষ্টি করিল দেহের ভিতর সব।
খেলার মাঠ গোসলের ঘাট টলটলা পানি,
দেহের ভিতর সবার চেয়ে মনটা ছিল দামী।
দেহের মাঝে সকাল সাঁঝে উড়ে বেড়ায় মন,
বিবেকনামক পাহারাদার পাহারায় সারাক্ষণ।
তারি-ই মাঝে এক সাঁঝে মন হল চুরি,
চোরের বাড়ি আজব দেশে নাম পাতালপুরী।
মনের শোকে দেহ ধুকে শেষ হতে যায়,
সবাই এখনকোন ছলে মনকে ফেরত চায়।