অয়নকে দেখে মায়ের আহাজারি ::
হায়েনার দল দিয়ে শারীরিক বল করিল একি,
নির্বাক চোখে বুক ভরা দুঃখে শুধুই চেয়ে দেখি।
বাক থাকিতেও পারি নি বলতে কিছু,
সব সময়ই হায়েনা নেয় পিছু।
রক্ত মাংসে গড়া ছোট্ট একটা দেহ,
দলবদ্ধ হায়েনা বাদ যায় না কেহ।
নিজ ক্ষুদা মিটাতে দেহ করিল ভোগ,
সেই থেকেই মানব প্রতি আমার যত খোব।
ক্ষতবিক্ষত দেহ নিয়ে হামাগুড়ি দিয়ে মুক্তি পেলাম শেষে,
পাপের বোঝা নিয়েচলে গেলাম আপন দেশে।
হায়েনার পাপ আমি পেলাম না মাফ অয়ন এল ভূবন তরে,
সমাজপতি করতে ক্ষতি লোকজন সাথে এল ঘরে।
দেহ থেকে প্রাণটা কেড়ে ক্ষান্ত হল আমায় মেরে,
অয়নকে রেখে কপালে চুমা এঁকে চলে এলাম ভূবন ছেড়ে।
আজও আমি দেখি অয়নের চোখে এঁকি অশ্রুর ধারা,
অবুঝ ছেলে চলবে হেসে খেলে অশ্রু দিল কারা?