মানুষগুলো আজ হারিয়েছে হুস,
নির্বিচারে খাচ্ছে তারা অবৈধ ঘুষ।
অন্যের ভাল দেখে হিংসা তাদের হয়,
তাদের নিয়ে মানব কূলে আমার অনেক ভয়।
অন্যের মজায় মজা লুটে নিজের মত করে,
খাবার পরে মজা দিয়ে পকেটগুলো ভরে।
অন্যের দোষ শুধু- ই তাদের চোখের সামনে ভাসে,
বিপদ দেখলে-ই পিছন কেটে মিটমিটিয়ে হাসে।
অন্যের বাড়ি দেখলে গাড়ি হিংসা শুধু-ই হয়,
এত টাকা পেল কোথায় লোকজনেরে কয়।