তোমার পিছু ছুটেছি অনেক চেয়ে তোমার মন,
অবুঝ মনে কষ্ট দিয়ে দুরে ঠেলেছো সারাক্ষণ।
আমি যেদিন হারিয়ে যাব সেদিন তুমি বুঝবে,
আকাশ, বাতাস, দুনিয়া তরে আমায় শুধু খুঁজবে।
আমার কথা মনে করে শুধু তুমি কাঁদবে,
হৃদয় চোখে দিন রজনী আমার ছবি আঁকবে।
স্বপ্নঘোর ভেঙ্গে যখন হঠাৎ তুমি জাগবে,
দুচোখে জুরে শুধুই তখন আমার স্মৃতি থাকবে।
অশ্রু ভেজা আঁখি তোমার বার বার মুছবে,
হারানোর জ্বালা সেদিন তুমি সহজেই বুঝবে।