আবেগ আর বিবেকের মাঝে দাঁড়িয়ে আছি।
হ্যাঁ তে মরণ
না তেও মরণ।
মনের সাথে দন্দ আমার মনের সাথে যুদ্ধ,
আমার তরে বসত করে আমার প্রতিই ক্ষুব্দ।
আমার মাঝে সকাল সাঁঝে করে অনেক জ্বালা,
উচিত কথা বলতে গেলে মুখে মারে তালা।
আমায় রেখে তারে দেখে বলতে চায় কথা,
বুকের মাঝে আস্তে ধীরে বাড়তে থাকে ব্যাথা।
আমার মন আমার জীবন বুঝতে পেরে মর্ম,
উপায় খুজে সময় বুঝে করলাম একটা কর্ম।
বললাম মন এতক্ষণ ছিল তোমার আবেগ,
তোমার মাঝে সবই ছিল ছিল না শুধু বিবেক।
আবেগ হল নষ্টের মূল চালায় ভূল পথে,
আবেগ প্রিয় মনের শুধু দুখ ইতিহাস ঘটে।
কথাগুলো মেনে নিয়ে মন হল বিবেকবান,
উচ্ছ্বাস শক্তির ইতি ঘটে নিস্তেজ হল প্রাণ।
আবেগ রুখতে বিবেক দিতে করলাম আমি একি,
আবেগ বিবেকের মাঝে থেকে সব হারালাম দেখি।