ঘুম হীন দু'চোখ,
বুকে জ্বালা মনটা দযোক।
পারি না ঘুমাতে দু'চোখ বুজে,
জেগে যদি না পাই তোমায় খুজে।
এখন মধ্য রাত,
ডান দিকে হয়ে কাত।
শুয়ে আছি বিছানায়,
আর ভাবছি শুধু তোমায়।
প্রায় একটা বাজে,
মন বসছে না কোন কাজে।
চার টার দিকে ঘড়ির কাটা,
বুকটা লাগে ফাটা ফাটা।
পূর্ব আকাশে সূর্য লাল,
একি হল আমার হাল।