স্বার্থ নিয়ে ব্যাথা দিয়ে যাবেই যদি চলে,
স্বার্থপর তুমি একবার যদি যেতে আমায় বলে।
তোমার যত স্বার্থ ছিল আমার জীবন তরে,
বিনা স্বার্থে পৌছে দিতাম তোমার আপন ঘরে।
চাইতে যদি মোর আকাশের উঠন্ত ঐ চাঁদ,
দিতাম তোমায় উজার করে কবর দিয়ে সব স্বাদ।
পাবার আশায় বলতে যদি দিতে সব সুখ,
তোমার স্বার্থে বিলিন করতাম রেখে হাসি মুখ।
চাইতে যদি মন আকাশের ফুটন্ত সাত রং,
রাঙ্গিয়ে দিতাম তোমার আকাশ সেজে আমি ঢং।
বলতে যদি দিতে তোমায় আমার এই মন,
সুখ পাখি হয়ে তোমার পাশে উড়তাম সারাক্ষণ।
বলতে যদি হতে আমায় নীল আকাশের বৃষ্টি,
অঝর ধারা গড়িয়ে পরতাম ভিজাতে তোমার দৃষ্টি।
বলতে যদি হতে আমায় তোমার মনে কষ্ট,
দুর আকাশের সূর্য হতাম হলেও জীবন নষ্ট।
থাকতাম আমি তোমার থেকে অনেক অনেক দূরে,
তাতে তুমি বেঁচে যেতে আমার হাতে না পুরে।