জীবন পথ পারি দিতে ধরলাম তোমার হাত,
একটু যেতেই পথের মাঝে হয়ে গেল রাত।
যাচ্ছো তুমি যাচ্ছি আমি হাত দুজনের ধরে,
যাচ্ছে সময় তোমার সাথে গল্পগুজব করে।
হঠাৎ সামনে দেখতে পেলে জ্বলন্ত এক চাঁদ,
সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে আমার ধরা হাত।
দ্রুত তুমি চলে গেলে চাঁদের আলো দেখে,
মাঝ পথে আমায় তুমি একা ফেলে রেখে।
ভাবতে ছিলাম আমার জীবন আমার কাছেই দামী,
সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে ছিলাম আমি।
হঠাৎ করে আমাবস্যায় হারিয়ে গেল আলো,
সঙ্গে সঙ্গে চারিদিক হয়ে গেল কালো।
ঐ সময়েই থেমে গেল আমার দুটি পা,
ভয়ে আমার কেঁপে উঠল লোমে ঢাকা গা।